Sunday, February 1, 2015

Bangla jokes ( বাংলা জোকস)

(১) বাড়িওয়ালা:- টুলেট সাইনবোর্ড এ
লিখে দিলেন যে, ছেলেমেয়ে নেই এমন
পরিবারকে ঘড় ভাড়া দেওয়া হবে। ছোট্র
ছেলে সাকিব:- এই যে আঙ্কেল,
আমি আপনার ঘড় ভাড়া নিতে চাই। আমার
কোন ছেলেমেয়ে নাই। আমার সঙ্গে আমার
বাবা মা থাকবেন।
(২) ঘটক :- আপনার ছেলের জন্য খুব
মিষ্টি একটা মেয়ে পেয়েছি। অভিভাবক :-
তাহলে তো ওই মেয়েতে আমাদের
হবে না। ঘটক :- কেন হবে না ? অভিভাবক :-
আমাদের ছেলের ডায়াবেটিস
আছে তো তাই........

No comments:

Post a Comment